রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ শায়েস্তাগঞ্জ পৌরসভায় চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত পুরানবাজার শাহী ঈদগাহ থেকে নতুন ব্রীজ পর্যন্ত কার্পেটিং রাস্তা, প্রসস্ত ড্রেন, ফুটপাত, বিদ্যুতায়ন ও রোড ডিভাইডার উদ্বোধন করা হয়েছে।মিউনিসিপ্যাল গভারন্যান্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট এর বাস্তবায়নে মঙ্গলবার বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের কুটিরগাও এলাকায় উল্লেখিত উন্নয়ন কাজের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
পরে পুরানবাজারস্থ শায়েস্তাগঞ্জ পৌরসভা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মোঃ ফরিদ আহমেদ অলি।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ জাহির। তিনি বলেন- শায়েস্তাগঞ্জ পৌরসভায় গত পাঁচ, ছয় বছরে কমপক্ষে ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। পৌরবাসী এইসব উন্নয়ন সুবিধা ভোগ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, প্যানেল মেয়র জালাল উদ্দিন মোহন, আব্দুল্লাহ সরদার, শেখ মুজিবুর রহমান, আব্দুল গফুর, মোঃ তাহির মিয়া খানসহ আরো অনেকেই। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব কাজী মোহাম্মদ মোস্তুফা কামাল, পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও ওয়ার্ড কাউন্সিলর। #