রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জ সিএনজি থেকে ফেলে শিক্ষিকা হত্যা মামলার আসামি সিএনজি চালক মতিন আটক

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর নামক স্থানে চলন্ত সিএনজি থেকে ফেলে শিক্ষিকা সুপ্তা দাশ হত্যা মামলার প্রধান আসামি সিএনজি চালক মতিন মিয়াকে আটক করেছে র‌্যাব।
বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলার আইতন গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মতিন মিয়া চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব শায়েস্তাগঞ্জ থানায় মতিন মিয়াকে হস্তান্তর করেন। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান এই তথ্য জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা শায়েস্তাগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি জানান, র‌্যাব মতিন মিয়াকে বৃহস্পতিবার বিকেলে থানায় হস্তান্তর করেছে। তাকে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে। মামলায় অজ্ঞাত আসামি থাকলেও মতিন মিয়া প্রাথমিকভাবে সে একাই অটোরিকশায় ছিল বলে জানায়।
গত ১১ আগস্ট শিক্ষিকা সুপ্তা রাণী দাশ সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে স্কুলে রওনা হন। এক পর্যায়ে তিনি ওই অটোরিকশার একমাত্র যাত্রী হয়ে পড়েন। কিন্তু অটোরিকশাটি স্কুলের রাস্তা থেকে ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করলে শিক্ষিকা সুপ্তা লাফ দিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক তাকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের ভাই পুলক দাশের দাবি, তার বোনকে সিএনজি চালক মতিন মিয়ার সহায়তায় কয়েকজন ব্যক্তি অপহরণ করে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে সুপ্তা সিএনজি থেকে লাফ দেয়।
মৃত সুপ্তা হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের পবিত্র দাশের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs