মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পূর্বাহ্ন

শিশু ধর্ষণের অভিযোগে জগন্নাথপুরে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ৯ বছরের এক শিশুকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে রেজুয়ান আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) ভোরে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ জুন বন্যায় এ উপজেলা প্লাবিত হলে আসামি ও ভুক্তভোগীর পরিবারের লোকজন শ্রীরামসি গ্রামে এক প্রবাসীর বাড়িতে আশ্রয় নেন। সেখানে গত ২৪ জুন ওই যুবক ভুক্তভোগী শিশুকে মেরে ফেলার ভয় দেখান এবং ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি জানতে পেরে শিশুটির মা বাদী হয়ে গত ৫ জুলাই সুনামগঞ্জ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশে গত সোমবার মামলাটি থানায় রুজু করা হয়। আজ মঙ্গলবার আসামিকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.