শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন

শ্রীমঙ্গলে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে ডিম ও মুরগি বিক্রয়, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বিক্রয় ভাউচার না দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

এ সময় শহরের নতুনবাজারে সিজান ব্রয়লার হাউজকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স বেনুপাল নামের ডিমের দোকানকে ৪ হাজার টাকা, সালাম ডিমের আড়ৎকে ৪ হাজার টাকা ও পোস্ট অফিস সড়কের নিশান ব্রয়লার হাউজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ডিম ও মাংসের দোকানে বিভিন্ন অনিয়মের দায়ে আমরা ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা ও তা আদায় করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs