মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫৮ অপরাহ্ন

শ্রীমঙ্গলে টিলা ধ্বসে ৪ নারী চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধ্বসে চা শ্রমিক জনগোষ্ঠীর একই পরিবারের তিনজনসহ চার নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া ফিনলে টি কোম্পানির লাখাইছড়া বাগানে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে একজন লাখাইছড়া চা-বাগানে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুন মাহালীর স্ত্রী রাধামনি মাহালি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চা- শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ।

নিহত বাকি তিনজন হলেন, স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ ও রিপন ভূমিজের স্ত্রী পূর্নিমা ভূমিজ।

কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধ্বসে পড়ে। সে সময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।’

মাটিচাপায় শ্বাসরুদ্ধ হয়েই চার নারী চা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার।

এদিকে স্থানীয় ফায়ারসার্ভিসের দল উদ্ধার কাজে যুক্ত হয়েছে বলে জানা গেছে। 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.