শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:

শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে মিনা বেগম (১১) নামে এক শিশুর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই শিশুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মিনা বেগম মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে। তার ভাই আবুল হোসেন জানান, তার বোন স্থানীয় একটি মহিলা মাদরাসায় চতুর্থ শ্রেণীতে পড়ত। শুক্রবার বাজার করতে সমশেরগঞ্জ বাজারে যায়, এর পর থেকে সে নিঁখোজ ছিল। শনিবার তারা এলাকায় মাইকিংও করেন। রবিবার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের লাশ মিলে।

তিনি জানান, লাশের গলায় ওড়না পেছানো ছিলো। পায়ে আঘাতের চিহ্ন আছে। গায়ে কামিজ ছিলো কিন্তু সেলোয়ার ছিলো না।

শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহের শরিরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ওই রাবার বাগানে ফেলে রাখা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs