রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ১টি বাঘাইড় মাছের দাম ১ লক্ষ ৬০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদকঃ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ৭০ বছরের পুরোনো চিরাচরিত মাছের মেলা শুরু হয়েছে। পৌষ সংক্রান্তির উৎসব ঘিরে বসেছে মাছের মেলা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে মাছ মেলায় দেখা গেছে নানা জাতের মাছ। মেলায় দুটি বাঘাইড় মাছই সবচেয়ে বড়। বড় বাঘাইড় মাছটির ওজন ৭২ কেজি এর চেয়ে ছোট মাছটির ওজন ৪৫ কেজি।

মাছ বিক্রেতা শ্রীমঙ্গল লালবাগ এলাকার হাফিজ আহমেদ ও তার খালাতো ভাই মনসুর আলী বলেন, বড় বাঘাইড় মাছের ওজন ৭২ কেজি। বিশালাকৃতির এ মাছটির দাম হাকানো হয়েছে ১ লক্ষ ৬০ হাজার টাকা। এর চেয়ে ছোট বাঘাইড় মাছটির ওজন ৪৫ কেজি দাম হাকানো হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। বড় মাছটির দাম উঠেছে ৭৫ হাজার টাকা। মাছ দুটির দাম বেশি পেলে ছেড়ে দেয়া হবে।

অন্য মাছ ব্যবসায়ী শফিক মিয়া বলেন, রুই, কাতল, মৃগেল, বোয়াল, চিতলসহ বহু টাকার মাছ মেলা উপলক্ষে এনেছি। ভালো দাম পাওয়া নিয়ে টেনশনে আছি।

মেলায় দেখতে মাসুম ও সামাদ জানান, ৭২ কেজি ওজনের বাঘাইড়টি এ বছর মেলার সবচেয়ে বড় মাছ।

মাছ কিনতে আসা মো. আলকাছ মিয়া জানান, মেলায় যেসব মাছ উঠেছে সব বড়লোক আর পয়সা ওয়ালাদের জন্য। মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের এসব মাছ কেনা অসম্ভব। তবে সাধ্য না থাকলেও দেখতে তো অসুবিধা নেই!

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকারী সদস্য অজয় সিং বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলায় বড় বড় মাছ আনা হয়েছে। একসঙ্গে এত বড় মাছ সারা বছর বাজারে চোখে পড়ে না। গত বছরের তুলনায় এবার মেলায় মাছ কিছুটা কম উঠেছে বলে জানান তিনি।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs