শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ সব কথা বলেছেন। খবর বিবিসি
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এরপর সকাল থেকেই রাজধানী কলম্বোতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কমাতে কাদানে গ্যাস ছোড়ে পুলিশ। রাজধানীতে নামানো হয় সেনা। এরপরই শ্রীলঙ্কা জুডে জরুরি অবস্থা জারি করা হয়। আর দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এ সব কথা বলেছেন।
মুখপাত্র দিনুক কলোম্বেজ জানান, প্রেসিডেন্ট যেহেতু আর দেশে নেই, সেহেতু প্রধানমন্ত্রী এমন পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।