শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দেশের সব উপজেলায় গণগ্রন্থাগার ও শিল্পকলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরো বলেন, এ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন। এটি অনুমোদন হলে পর্যায়ক্রমে সব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে।
এদিকে ঢাকা-৭ আসনের এমপি হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার ৯৩৬ মাধ্যমিক বিদ্যালয়ে ‘সাংস্কৃতিক চর্চা’ কার্যক্রম চলমান রয়েছে। সব বিদ্যালয়ে পর্যায়ক্রমে তা চালু করা হবে।