শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৪২ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সাংবাদিক জয়ন্ত’র মৃত্যুতে দিরাই জুড়ে শোকের ছায়া

দিরাই প্রতিনিধি,দৈনিক ভোরের কাগজ সংবাদপত্রের দিরাই উপজেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক জয়ন্ত কুমার সরকার (৩৮) এর আকস্মিক মৃত্যুতে দিরাই জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর খবর নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। সে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের আলীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকারের জ্যেষ্ঠ ছেলে। জয়ন্ত সরকারের ৪ বছরের মেয়ে দেবী সরকার ২ বছরের ছেলে অর্ণব সরকার ও স্ত্রীর বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠছে শুভাকাঙ্ক্ষীদের হৃদয়।

জানা যায়, ঘুম থেকে উঠে প্রতিদিনের মত সে উপজেলা আশপাশে এলাকায় হাটাহাটি করে বাসায় ফিরার কিছুক্ষণের মধ্যে বুকে ব্যথা অনুভব করে। পরে তাঁর ছোট ভাই জুসেনসহ স্বজনরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে সামাজিক ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় ব্যক্তিত্ব জয়ন্ত কুমার সরকারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

জয়ন্ত সরকারের ছোট ভাই জুষেন সরকার বলেন, ‘বুকে ব্যথা হচ্ছে জানালে ভাইকে নিয়ে হাসপাতালে আসি। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু আমার ভাই মৃত্যুর কাছে হার মেনেছে। তার এ আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছি না।’

রবিবার বিকেল ৫টায় গ্রামের বাড়ি আলীপুরে জয়ন্ত সরকারের অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান তিনি

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs