শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

সিলেটের নতুন পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর আগে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হচ্ছেন। গত ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়। মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ২০১৯ সালের ২৪ জুন সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs