সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার বর্তমান বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।