মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন

সিলেটের হকার্স মার্কেটে আগুন, কোটি টাকা ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরের লালদীঘির পাড় এলাকার হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২ মে) ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌছায়। বর্তমানে ৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। আশেপাশের ফায়ার স্টেশন থেকেও ইউনিটগুলো আসছে আগুন নেভানোর জন্য।

রাত সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দাউ দাউ করে হকার্স মার্কেটে আগুন জ্বলছিল।

ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষতি হবে। ব্যবসায়ীদের অনেককেই মার্কেটের বাইরে আর্তনাদ করতে দেখা গেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.