মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:১১ অপরাহ্ন

সিলেটে ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলায় খারইল বিলে ঝড় ও পানির প্রবল স্রোতে নৌকা ডুবিতে দুজন নিখোঁজ হয়েছেন। রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

আজ সোমবার (১৬ মে) সকাল থেকে ডুবুরি দল খারইল বিলের একাধিক স্থানে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে খারইল বিলের মধ্যবর্তীস্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হন। তারা রায়েরগাঁও থেকে কালারুকা যাচ্ছিলেন।

নিখোঁজরা হলেন পুটামারা গ্রামের মৃত রিফাত আলীর ছেলে আছকন্দর আলী ও রায়ের গাঁও গ্রামের ইকন্দর আলীর ছেলে রজাখ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন নদীতে অভিযানকারী ডুবুরী দলের প্রধান শহীদুল ইসলাম। তিনি জানান, আজ সকাল সাতটা থেকে তিন সদস্যের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখনও নিখোঁজদের কোন সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, গতকাল রাতে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন নিখোঁজ দুইজনসহ অন্যরা। রাতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় খাড়ইল বিলে নৌকাটি ডুবে গেলে তারা নিখোঁজ হন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs