মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন
সিলেট প্রতিনিধিঃসিলেটে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সিলেট নগরীর জেলা পরিষদের হলরুমে এ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেটের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাতসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ধর্মের প্রতিনিধিগণ