মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি, শুধু আগস্ট মাসেই অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
৫ হাজার ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে এসব জরিমানা করা হয়। এর মধ্যে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সঙ্গে ৩ হাজার ৩৭১টি যানবাহন আটক করা হয়েছে।
রোববার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত বিএম আশরাফ উল্ল্যাহ তাহের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে বলা হয়, আগস্ট মাসের ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত সিলেট মহানগরীতে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, ট্রিপল রাইডিং, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো, গাড়িতে কালো গ্লাস পেপার লাগানো, যানবাহনে ওভার লোডিং, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, হাইড্রোলিক হর্নের ব্যবহারসহ সড়ক পরিবহণ আইন পরিপন্থি কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় এসএমপির ট্রাফিক বিভাগ।
নগরীর এয়ারপোর্ট রোডে, হুমায়ুন চত্বর, মুক্তিযোদ্ধা চত্বর, কুমারগাঁও বাসস্ট্যান্ড, তেমুখী এলাকায় প্রতিদিন চেকপোস্টের মাধ্যমে সড়ক পরিবহন আইন জোরালোভাবে প্রয়োগ করা হয়।
গত বছরের আগস্ট মাসের তুলনায় এ বছর ১ হাজার ৫৫১টি মামলা বেশি করা হয়েছে এবং ১ হাজার ৮৩টি যানবাহন বেশি আটক করা হয়েছে।
গত আগস্টে ৫ হাজার ১৬৫টি মামলা করা হয় এবং ৩ হাজার ৩৭১টি যানবাহন আটক করা হয়। এসব যানবাহনে ২ কোটি ৩১ লাখ ৭৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে ১ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের সময় এসএমপির ট্রাফিক বিভাগ প্রতি মঙ্গলবার যানবাহন চালক, মালিক, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতামূলক সভা ও ট্রাফিক আইন সম্বলিত লিফলেট বিতরণ করে।