বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ অপরাহ্ন

সিলেট নগরে চলন্ত অটোরিকশায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও অ্যান্ড সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়।

আজ সোমবার দুপুরে নগরের মদিনা মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, টুকেরবাজার থেকে আম্বরখানার উদ্দেশ্যে ছেড়ে আসা অটোরিকশাটি (সিলেট থ ১২-০০৪৩) মদিনা মার্কেট পয়েন্ট অতিক্রম করার পরপরই এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গাড়িতে আগুন দেখেই চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়া তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক মিনিটের মধ্যে আগুনে গাড়িটি ভস্মীভূত হয়।

চলন্ত অবস্থায় হঠাৎ করে অটোরিকশার ইঞ্জিনের দু’টি লাইনের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সিলেটের টেলিফোন অপারেটর মামুন জানান, খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসারে আগেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs