শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন

সিলেট বিভাগে বন্যায় ২২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ আকস্মিকভাবে দেখা দেওয়া বন্যায় সিলেট বিভাগের প্রতিটি জেলাই কম-বেশি ক্ষতিগ্রস্ত। যত সময় যাচ্ছে বিভিন্ন এলাকা থেকে বন্যায় নিখোঁজদের তথ্য পাওয়া যাচ্ছে।

স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ও আজ মঙ্গলবার আরো ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মানুষ প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি জানান, বিভাগে পানির প্রবল স্রোতে পড়ে নারী, পুরুষ ও শিশুসহ ২২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সিলেটে ১৪ জন, মৌলভীবাজারে তিন ও সুনামগঞ্জে পাঁচ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে পাহাড়ি ঢল আর বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগ। তার ওপর সিলেট নগরীর অধিকাংশ এলাকায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। সুনামগঞ্জের বিভিন্ন এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এছাড়া উজানের পানি নামতে শুরু করায় সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার নিচু এলাকায় পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs