শুক্রবার, ০৯ Jun ২০২৩, ১০:৩১ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

সুনামগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে একজন নিহত lash n3

সুনামগঞ্জ প্রতিনিধি- সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত নজির হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায়, সোমবার সকাল ১১টায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মদরিস আলী এবং মান্নারগাঁও গ্রামের নজির হোসেনের লোকজন হাওরে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী এসে পরিস্থিতি শান্ত করে আহতদের চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে নজির হোসেন মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল বলেন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত নজির হোসেন মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs