শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ অপরাহ্ন

সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

সুনামগঞ্জ প্রতিবেদক, বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।

শুক্রবার (১২ আগস্ট) সকালে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ে সমিতির পক্ষ থেকে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারে নগদ ৪ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নোমান বখত পলিন, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আহমদ নূর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ডিপ্রস) সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাফর আলী সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, জেলা শ্রমিকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ডিপ্লোমা প্রকৌশলী সমিতির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs