মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:০৮ পূর্বাহ্ন
এস এ আখঞ্জী তাহিরপুরঃ বাংলাদেশ -ভারত এর সীমান্তরক্ষী বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, আজ বুধবার (৭সেপ্টেম্বর) সকাল ১১টার সময় জেলার দোয়ারা বাজার উপজেলাধীন সুনামগঞ্জ -২৮ব্যাটালিয়ন বিজিবি অধীনস্থ বাঁশতলা বিওপির,দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৩১/৮-এস এর নিকটবর্তী হক নগর মুক্তিযোদ্ধা ভবনে,সুনামগঞ্জ -২৮ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুবুর রহমান এর নেতৃত্বে ১৫সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এবং ভারতের জোয়াইন-১১০ব্যাটালিয়ান কমান্ড্যান্ট শ্রী সন্দীপ এর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সীমান্তের আহত, নিহত ও ফায়ারিং দুর্ঘটনা বন্ধ করণ এবং মাদকদ্রব্য, গবাদী পশুসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ ও অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ ইত্যাদি বিষয়ের উপরে ১ঘন্টা ১৫ মিনিট আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২৮ব্যাটালিয়ন বিজিবি ভারপ্রাপ্ত উপ অধিনায়ক,সহকারী পরিচালক,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)অধীনস্থ বাগানবাড়ী কোম্পানী কমান্ডার এবং প্রতিপক্ষ জোয়াইন-১১০ ব্যাটালিয়ন বিএসএফ এর ষ্টাফ অফিসার,কোম্পানী কমান্ডার এবং বিওপি কমান্ডারগনঅংশগ্রহণ করেন।পরিশেষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাত শেষ হয়।