শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:৪০ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সুনামগঞ্জে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে লাশ হলেন জামাই

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জলমহালে গোলাম নুর নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গোলাঘাট জলমহালের পশ্চিমতীরে আলমখালসংলগ্ন ২ থেকে ৩ ফুট অগভীর পানিতে তার লাশ পাওয়া যায়।

তবে নিহত ওই ব্যক্তি শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।নিহত গোলাম নুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে। তিনি দুই শিশুসন্তানের জনক। গোলাম নুর স্ত্রী ও সন্তানদের নিয়ে গত কয়েক বছর ধরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

বুধবার রাতে নিহতের সহোদর আলী হোসেন জানান, উপজেলার গোলকপুরে থাকা শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকালে উজান তাহিরপুরের পৈতৃক বাড়ি থেকে বের হয়ে যান গোলাম নুর। সেখানে তার স্ত্রী ও সন্তানরা ছিলেন। এরপর সন্ধ্যা হলেও তিনি শ্বশুরবাড়িতে পৌঁছাননি।

সন্ধ্যায় গোলাঘাট জলমহালের পশ্চিমতীরে আলমখালসংলগ্ন ২ থেকে ৩ ফুট অগভীর পানিতে একটি ভাসমান লাশ দেখে জেলেরা পুলিশে খবর দেন। পরে পুলিশ জলমহাল থেকে গোলাম নুরের ভাসমান লাশ উদ্ধার করে।

নিহতের ভাই আরও জানান, আমার বড় ভাইয়ের মৃত্যুর কারণ সুনিশ্চিত না হওয়ায় পুলিশি পরামর্শে বুধবার রাতে আমি বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করেছি।

তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs