শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৩২ পূর্বাহ্ন

সেই লিটনের দারুণ এক সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদকঃ টি টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পুরো দলই পড়েছিল তুমুল সমালোচনার মুখে। লঙ্কানদের বিরুদ্ধে এক ক্যাচ ছাড়ার পর লিটন দাস পড়েছিলেন বেশি তোপের মুখে। তার জের ধরে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্দে টি টোয়েন্টি সিরিজে ছিলেন না লিটন দাস।

তবে এবার ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে স্বরুপে ফিরেছেন সেই লিটন। প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

ইনিংসের ৪১তম ওভারে রাশিদ খানকে ডিপ এক্সটা কাভার দিয়ে চার হাকিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সপ্তম এবং ওয়ানডে ফরম্যাটে পঞ্চম শতকের স্বাদ পান লিটন। মাত্র ১০৭ বলে ১৪টি চারের সাহায্যে শতক পূর্ণ করেন তিনি।

তবে সেঞ্চুরি করতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন লিটন। ইনিংসের ৩৮তম ওভারে ৮৭ রানে ব্যাট করার সময় মুজিব উর রহমানের বলে একবার জীবন পান তিনি। এক্সটা কাভার অঞ্চলে লিটনের সহজ ক্যাচ ছাড়েন আফগান দলপতি হাসমতউল্লাহ শহিদি। আফগানিস্তানের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। এই ফরম্যাটে আগের ৪টি সেঞ্চুরির ৩টি জিম্বাবুয়ের বিপক্ষে। একটি করেছেন ভারতের বিপক্ষে।

এই প্রতিবেদন লেখা পযন্ত লিটনের রান ১২৪। বাাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৬৯ রান।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs