বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে স্বাস্থ্য অধিদফতরের কেউ বিষয়টি নিশ্চিত করে বলছেন না।
জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরের এই শীর্ষ কর্মকর্তার গলব্লাডারে পাথর ধরা পড়ার পর চিকিৎসা নিচ্ছিলেন। এই চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে ভর্তি হয়েছিলেন।
সূত্র জানায়, গত দুই দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এর আগে তার এমআরসিপি করা হয়েছিল, তারপর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ম্যাডামের (মীরজাদী সেব্রিনা ফ্লোরা) শারীরিক অবস্থা একটু খারাপ, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন। তিনি আগে থেকেই কোলানজাইটিস অসুস্থতার কারণে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। এতে তার কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় সেখানে ভর্তি করা হয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ম্যাডাম যেন দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে ফিরে আসেন সেই দোয়া চাই সবার কা