বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন

সোমবার সব বোর্ডের এসএসসি-সমমানের পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা কারণে আগামীকাল সোমবার (১৫ মে) সব শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

রবিবার সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোকার কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও যশোর শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু আগামীকালের পরীক্ষার প্রশ্নপত্র সব বোর্ডে অভিন্ন হওয়ায় আগামীকালের সব শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত পরীক্ষার সময় পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আর ১৬ মে থেকে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs