বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
সৌদিআরব প্রতিনিধি ,সৌদিআরবের তায়েফ-আল-বাহা সংযোগকারী সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় একটি পরিবারের ৬ ভাইবোনের মৃত্যু হয়েছে।
তথ্যে জানা যায় সৌদি নাগরিক আহমেদের পরিবার পবিত্র মদিনা থেকে আল-বাহায় ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় মারা যাওয়া ৬ ভাইবোন হলেন রীমা, সালেম, মোহাম্মদ, সৌদ, ইয়াহিয়া এবং হামদান তাদের মধ্যে বড় জনের বয়স ছিল ১৭ বছর, আর ছোটজনের বয়স ছিল ২ বছর। দুর্ঘটনার ফলে একজন গাড়ি চালকেরও মৃত্যু হয়, যিনি সংঘর্ষে জড়িত অপর গাড়িটি চালাচ্ছিলেন।
অপরদিকে গুরুতর অবস্থায় নিহতদের বাবা-মা এবং অন্য ৩ জন ভাইবোন দুই মেয়ে, রেনাদ এবং মুনিরাহ এবং এক ছেলে, সুলতানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল এবং কিং আবদুল আজিজ স্পেশালিস্ট হাসপাতাল এবং তায়েফের প্রিন্স সুলতান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।