বুধবার, ০৭ Jun ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

সৌদিআরব প্রতিনিধি ,সৌদিআরবের তায়েফ-আল-বাহা সংযোগকারী সড়কে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় একটি পরিবারের ৬ ভাইবোনের মৃত্যু হয়েছে।

তথ্যে জানা যায় সৌদি নাগরিক আহমেদের পরিবার পবিত্র মদিনা থেকে আল-বাহায় ফেরার সময় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় মারা যাওয়া ৬ ভাইবোন হলেন রীমা, সালেম, মোহাম্মদ, সৌদ, ইয়াহিয়া এবং হামদান তাদের মধ্যে বড় জনের বয়স ছিল ১৭ বছর, আর ছোটজনের বয়স ছিল ২ বছর। দুর্ঘটনার ফলে একজন গাড়ি চালকেরও মৃত্যু হয়, যিনি সংঘর্ষে জড়িত অপর গাড়িটি চালাচ্ছিলেন।

অপরদিকে গুরুতর অবস্থায় নিহতদের বাবা-মা এবং অন্য ৩ জন ভাইবোন দুই মেয়ে, রেনাদ এবং মুনিরাহ এবং এক ছেলে, সুলতানকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল এবং কিং আবদুল আজিজ স্পেশালিস্ট হাসপাতাল এবং তায়েফের প্রিন্স সুলতান হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs