শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন।

বৃহস্পতিবার তিনটি ফ্লাইটে দেশে ফেরেন এই হাজিরা। রাত সাড়ে ১০টায় প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৬ জন হাজি ঢাকায় পৌঁছান। এর পর পর্যায়ক্রমে দুটি ফ্লাইটে বাকি হাজিরা দেশে ফেরেন।

হজ ব্যবস্থাপনা পোর্টালে বৃহস্পতিবার রাতে প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানা গেছে।

বুলেটিনে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইট (বিজি-৩৫০২) ১৪ জুলাই (বৃহস্পতিবার) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

মোট তিনটি ফ্লাইটে দেশে ফেরেন ১১৭৪ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ছিল দুটি ফ্লাইট। সৌদি এয়ারলাইন্সের একটি।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs