শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০১:৪৪ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

স্বাধীনতা দিবস উপলক্ষে এমইউতে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিনদিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।

আয়োজনের প্রথম দিনে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ছিল চিত্রাঙ্কন (ছবি, কার্টুন ও পোস্টার) প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা।

শেষ দিনে বৃহস্পতিবার (২৪ মার্চ) বিষয়ভিত্তিক বক্তৃতা এবং তাৎক্ষণিক রচনা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসব প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ফলে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আবহ তৈরি হয়। ভাষা, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও ইতিহাসের বহুমাত্রিক দিক নিয়ে শিক্ষার্থীদের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ বিচারকের দায়িত্ব পালন করেন।

এদিকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা থেকে বেশকিছু চিত্রকর্ম সংগ্রহ করা হয়েছে। এগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঁচদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs