রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন

স্বামীর হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে স্বামীর হাত-পা বেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মনু মিয়া নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত রায়।

সোমবার দুপুরে আসামির অনুপস্থিতিতে তিনি এই রায় প্রদান করেন।

জানা যায়, জেলার বানিয়াচং উপজেলার উত্তরসাঙ্গর গ্রামের এক গৃহবধূকে ওই গ্রামের মৃত ইয়াছিন উল্লার ছেলে মনু মিয়া প্রায় সময়ই উত্যক্ত করতেন। ২০১৬ সালের ১৪ জানুয়ারি দুপুরে দিনমজুর স্বামী বাড়িতে না থাকায় মনু মিয়া গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে স্বামী ও সন্তানকে উঠিয়ে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

এরপর স্বামী বাড়ি আসলে গৃহবধূ সবকিছু জানালে মনু মিয়াকে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে ওই গ্রামের উস্তার মিয়া মনু মিয়াকে ছাড়িয়ে নেয়।

১৭ জানুয়ারি গভীর রাতে মনু মিয়া সিঁদ কেটে ঘরে প্রবেশ করে স্বামীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাত পা বেঁধে রেখে গৃহবধূকে আবারো ধর্ষণ করে।

২০১৬ সালের ১৯ জানুয়ারি বানিয়াচং থানায় মনু মিয়া, উস্তার মিয়া, আব্দুল জলিল, ইদ্রিছ মিয়া ও মুতি মিয়াকে আসামি করে একটি মামলা দায়ের করেন গৃহবধূ।

বানিয়াচং থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ২০১৬ সালের ২০ এপ্রিল মনু মিয়া ও উস্তার মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে সোমবার পলাতক আসামি মনু মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল সিপি অ্যাডভোকেট মাসুম মোল্লা জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ আনন্দিত। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs