মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৩:৫০ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এ ভবনের উদ্বোধন করেন।
সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে। ফলে বিদ্যালয়টি শ্রেণি কক্ষের সংকটসহ বিভিন্ন দুর্ভোগ লাঘব হল।
উদ্বোধনী ফলক উন্মোচন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বিএনপি সরকারের আমলে পুরোনো ও ছেড়া পাঠ্যবই হাতে নিয়ে কেঁদে বাড়ি ফিরত শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সেই দুঃখ দূর করেছে।
এখন সারাবছর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। ফলে উৎসবমুখর পরিবেশে ছেলেমেয়েরা বিদ্যালয়ে যাচ্ছে; তাঁরা সুশিক্ষিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ট হচ্ছে। শুধু তাই নয়; প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অধিকার নিশ্চিত করেছেন এবং অধিকার কিভাবে আদায় করতে হয় তা জনগণকে শিখিয়েছেন।
এ সময় সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান এমপি আবু জাহির। এ সময় উপস্থিত দুই সহশ্রাধিক নারী-পুরুষ হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং নৌকায় ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তনয় পাল, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলাল প্রমুখ।