রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জের কৃতি সন্তান আজিজুল ইসলাম শামীম মেহেরপুরের ডিসি হলেন

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরসহ দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার রাতে রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হবিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আজিজুল ইসলামকে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল শংকর পাশা গ্রামের জাকির হোসেন (নানু মাস্টার) এর পুত্র। আজিজুল ইসলাম শামীম প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেব কর্মরত রয়েছেন।
এছাড়াও নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোর, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এস এম রফিকুল ইসলামকে ঝিনাইদহ এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs