শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

হবিগঞ্জের জেলা প্রশাসকের সাতছড়ি জাতীয় উদ্যান পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে উন্নয়ন কাজের জায়গা পরিদর্শন করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

সোমবার (১৯ জুলাই) সকালে পরিদর্শনকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা প্রকৌশলীর পক্ষে আব্দুল্লাহ বাকেরসহ বন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা যায়, সাতছড়ি জাতীয় উদ্যান এ দৃষ্টিনন্দন গেইট নির্মাণ, বাউন্ডারি, ওয়াল গাইড, ওয়াস ব্লক নির্মাণের লক্ষ্যে পঁচিশ লক্ষ টাকার উন্নয়ন কাজ করা হবে। এছাড়া সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ-টাওয়ার রোডে গেইটটি নির্মাণ করা হবে বলে জানান আব্দুল্লাহ বাকের।

তিনি আরও জানান, ইতিমধ্যে টেন্ডারের কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী পনের দিনের মধ্যে কাজ শুরু করা হবে। ইতিমধ্যেই জেলা প্রশাসক ইশরাত জাহান সহ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর ও অন্যান্য দায়িত্বরত ব্যক্তিগণ কাজের জায়গা পরিদর্শন করে গেছেন। কাজটি করবে ব্রাহ্মণবাড়ীয়া সুজন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs