শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চালক নিহত হয়েছেন বলে জানা গেছে।আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেববাড়ি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের একজন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া ও অন্যজন রফিকুল ইসলাম বলে জানিয়েছে পুলিশ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকামুখী ও সিলেটমুখী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেট এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান।নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs