বুধবার, ০৭ Jun ২০২৩, ১২:৫৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ইয়াবাসহ আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং ১০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আজমিরীগঞ্জ কলেজ রোড এলাকার স্বপ্ন ছোঁয়া শিল্পালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আজমিরীগঞ্জ পৌর এলাকার গৌতম বণিক, আতাউর মিয়া ও জুনাইদ মিয়া।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। ৮৫ পিস ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs