শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
শান্তিগঞ্জে অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই আটক বাজেট ২০২৩-২৪: যেসব পণ্যের দাম বাড়ছে স্বাধীনতার ৫১ বৎসরে উন্নয়ন বঞ্চিত বীর শহীদের গ্রাম বানিয়াচংয়ের মাকালকান্দি ব্রাজিলের বড় জয়ের দিনে বিশ্বকাপ থেকে ছিটকে গেল আর্জেন্টিনা বাজেটে ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের ইনডোর সংস্কারের আনুষ্টানিক উদ্ভোধন। শিক্ষার ভাল পরিবেশ তৈরীতে প্রয়োজন দায়িত্বশীল ভূমিকা-এমপি আবু জাহির কাকাইলছেওয়ে সরকারি জায়গায় এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে পুকুর ও বসতভিটা নির্মাণ মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন লাখাইয়ে ৩৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

হবিগঞ্জে ইয়াবা ডিলার বাবুল প্রাইভেটকারসহ আটক ॥

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের ইয়াবা ডিলার বাবুল রায় (৪০) কে প্রাইভেটকারসহ আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১০টার দিকে শহরের বেবিষ্ট্যান্ড এলাকার আল-আমিন কনফেকশনারীর সামন থেকে এসআই জুয়েল সরকার ও ইসমাইল হোসেনসহ একদল পুলিশ তাকে আটক করে। তখন তার সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো খ-১১-৪৪৪৪) তল্লাশী করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও টাকা জব্দ করা হয়। মঙ্গলবার বিকালে তাকে কোর্টে প্রেরণের সময় থানা ক্যাম্পাসে সাংবাদিকরা ছবি তুলতে গেলে তার বড় ভাই ও সহযোগিরা এতে বাঁধা প্রদান করে। এক পর্যায়ে তাদেরকে দেখে নেয়ারও হুমকি দেয় তারা। শত বাঁধার মুখে সাংবাদিকরা তার ছবি ক্যামেরা বন্দি করে। একটি সূত্র জানায়, পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গতকাল মঙ্গলবার পুলিশ বাদি হয়ে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। উক্ত মামলায় ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, বাবুল এক সময়ে পুলিশের সোর্স ছিল। সে যে গাড়িটি ব্যবহার করছে তাও জনৈক পুলিশ সদস্যের উপহার দেয়া গাড়ি। সে বিভিন্ন সুযোগে কলগার্লদের দিয়ে মনোরঞ্জনের ব্যবসা করে। বর্তমানে সে হবিগঞ্জ জেলায় ইয়াবা ডিলার হিসেবে মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকের এক ডজন মামলা রয়েছে। এদিকে তার গ্রেফতারের খবর চাওর হলে তাকে একনজর দেখার জন্য সদর থানার সামনে মানুষ ভিড় করে। তবে তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। এর ফলে অচিরেই আইনের ফাঁক দিয়ে সে বেরিয়ে আসবে এবং পুনরায় ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। আটক বাবুল রায় উমেদনগর গ্রামের গোপিনাথ রায়ের পুত্র। এসআই জুয়েল সরকার জানান, উদ্ধার হওয়া ৬৫ পিস ইয়াবা দিয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs