শুক্রবার, ০৯ Jun ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:

হবিগঞ্জে করোনার এডিসি মিন্টু চৌধুরী স্বস্ত্রীক সহ আক্রান্ত ১৪

নিজস্ব প্রতিবেদকঃ বেশ কয়েক মাস ধরে করোনার তেমন উর্ধ্বগতি লক্ষ্য করা না গেলেও সম্প্রতি আবারো বাড়তে শুরু করেছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী ও তার স্ত্রী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পাল করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও নতুন করে আরো শনাক্ত হয়েছেন ১৪ জন। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যমতে, নতুন করে ৬৩টি নমুনা পরীক্ষার
বিপরীতে ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.২২%। এর মধ্যে সদর উপজেলার ১১ জন ও নবীগঞ্জ উপজেলার ৩ জন রয়েছে। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৬৬৮৫ জন, সুস্থ হয়েছে ৪৫৭৮ জন ও মৃত্যু হয়েছে ৪৮ জনের।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs