শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ অপরাহ্ন

হবিগঞ্জে জে কে স্কুলের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ  হবিগঞ্জের জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (৯ অক্টোবর) স্কুল এন্ড কলেজের হল রুমে প্রাক্তন ছাত্র রায়হান কলির সভাপতিত্বে ও জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আবুল হাসান, সহকারী শিক্ষক কামরুল হাসান, সাবেক ক্রিয়া শিক্ষক নুরুল ইসলাম, স্কুলের প্রাক্তন ছাত্র হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শফিকুর রহমান সেতু, প্রাক্তন ছাত্র সাংবাদিক সাইফুর রহমান তারেক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক অমিতাভ চৌধুরী চয়ন, সহকারী শিক্ষক আক্তার হোসেন, প্রাক্তন ছাত্র মাহবুব সাদিক উজ্জল, মো. ওয়াসিম, মোজাম্মেল হোসেন ঝুমন, সৈয়দ আশরাফ আহমেদ, বিজন চন্দ্র, হামিদুর রহমান তানিম।টুর্নামেন্ট এ ১৯৯৭ সাল থেকে ২০২১ সালের ব্যাচ ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। এতে ২০১৪ ব্যাচকে হারিয়ে ২০২০ চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রাক্তন ২ ছাত্র রায়হান কলি ও জসিম উদ্দিন অ্যাথলেটিক্রো বিভিন্ন পর্যায়ে স্বর্ণ পদক বিজয়ী হওয়ায় তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।

 

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs