বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
মোঃ মোতাববীরস্ত হোসেন শায়েস্তাগঞ্জ সংবাদদাতা, ডিম নিয়ে অস্থির হবিগঞ্জ জেলা। ডিমের হালি প্রতি বেড়েছে ১৫-২০ টাকা। আগে যে ডিমের হালি ৪০ টাকা কিংবা বড়জোড় ৪২ টাকার উপরে ছিলো না তা এখন ৫৫ টাকায় ঠেকেছে৷ আর যে ডিম ৪৫ টাকা হালি ছিলো তা বেড়েছে ৬০ টাকায়। অস্থির ডিমের বাজার নিয়ে হতাশ ক্রেতারা। খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ জেলার সদর, লাখাই, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ, বানিয়াচং, মাধবপুরসহ জেলার সকল উপজেলায়ই ডিমের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। শুধু তাই নয়, ডিমের সকল বাজারে সমানতালে মূল্য বৃদ্ধি হওয়ায় একপ্রকার ব্যবসায়ীদের কাছে জিম্মি ক্রেতারা। সাধারণ ক্রেতারা বলছেন, শুধু ডিম নয় সব ধরণের নিত্য পণ্যে মূল্য বৃদ্ধি হয়েছে। জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।