বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত পশু চিকিৎসকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ,হবিগঞ্জের বাহুবলে দুর্বৃত্তদের হামলায় আহত পশু চিকিৎসক আতর আলী অবশেষে মারা গেছেন। সোমবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পশু চিকিৎসক আতর আলী উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের পশু চিকিৎসক আতড় আলীর বাড়ির উপর দিয়ে বয়ে যাওয়া কাঁচা রাস্তায় একই গ্রামের রিপন, মালেক, মতিন ও আজিজ হাল চাষের গাড়ি নিয়ে যাওয়ায় বাধা দেন তিনি। এরই জেরে বাগবিতন্ডার একপর্যায়ে রিপন মালেক মতিন ও আজিজ পশু চিকিৎসককে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা বাহুবল স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস বলেন, মৃত্যুর খবর শুনেছি। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.