মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন

হবিগঞ্জে নদীর পাড়ে যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে পৌর এলাকা থেকে মাথাবিহীন একটি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার মাছুলিয়ার খোয়াই নদীর পাড় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন লাশটি উদ্ধার করে। পুলিশ মাথা উদ্ধারে অভিযান চালাচ্ছে। গতকাল থেকে কদর আলীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তারা।

এদিকে, কদর আলীকে কেন এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে তার রহস্য উৎঘাটনে কাজ করছে পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি টিম। পর্যবেক্ষণ করা হচ্ছে সিসিটিভির ফুটেজ। এরই মধ্যে যে রাস্তা দিয়ে কদর আলীকে রাতের বেলায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই ফুটেজ হাতে পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে আসামিদের।

হবিগঞ্জের এসপি এসএম মুরাদ আলী জানান, সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে। এছাড়াও লাশের মাথা উদ্ধারেও কাজ করছে পুলিশ। নির্মম এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.