শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে পাঁচ শতাধিক গরিব অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে শহরের শিরিষতলা প্রাঙ্গণ এলাকার টেনিস মাঠে বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র আর্থিক সহায়তায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
চাদর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাড ভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হারুনুর রশীদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল চৌধুরী, সাবেক সভাপতি প্রদীপ দাস সাগর প্রমুখ।
চাদর বিতরণ অনুষ্ঠানের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু জাহির বলেন, প্রবাসে থেকেও বৃন্দাবন কলেজের সাবেক ছাত্ররা দেশের টানে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে, যা প্রসংশার দাবীদার।
তিনি বলেন, বর্তমান সরকার গরিব অসহায় মানুষদের পাশে রয়েছে। শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। পরিশেষে তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র’র সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এমন কর্মকাণ্ডে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহব্বান জানান।