মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে ত্রৈমাসিক সমন্বয় সভা

শাহীন মোল্লা লাখাই থেকে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১আগস্ট) হবিগঞ্জ প্রেসক্লাবে উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমির সভাপতিত্বে ও ওয়েব ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়ার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সময় টিভির হবিগঞ্জ জেলার ভিডিও জার্নালিস্ট ও বিটিভির তালিকাভূক্ত কণ্ঠশিল্পী একে আজাদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন শেখ আব্দুল কাদির কাজল, সাধারণ সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ফজল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন কাজী সুজন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ইমন, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন, মাধবপুর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সাধারণ সম্পাদক আল আমিন, হবিগঞ্জ চাঁদের আলো ফাউন্ডেশনের সভাপতি মাইশা হিজরা প্রমূখ।

সভার শুরুতে শোকের মাসের সূচনা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫-এর ১৫ আগস্ট কালোরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে হবিগঞ্জ জেলার পিছিয়ে পড়া চা-শ্রমিক, হিজরা, প্রতিবন্ধী ও দলিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সরকারের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.