মঙ্গলবার, ০৬ Jun ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তিনজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে ঐ উপজেলার মিরপুর শ্রীমঙ্গল রোডের কামাইছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ট্রাকটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঢাকার মিরপুরে যাচ্ছিল। কামাইছড়া পুলিশ ফাঁড়ির অদূরে হবিগঞ্জ থেকে আসা বিরতিহীন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। ট্রাকচালক বাবলুসহ অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহিম আহমেদ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও বাস পুলিশের হেফাজতে রয়েছে।