মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগে হবিগঞ্জে বিএনপির ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল ২৮ আগষ্ট রবিবার শহরের কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা মোস্তফা কামাল বাদি হয়ে হবিগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ আনা হয়- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে সৈনিক লীগ হবিগঞ্জের বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করে। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ছিল। গত ২৪ আগষ্ট বুধবার বিকাল অনুমান ৬টার সময় হবিগঞ্জ জেলা পরিষদ অফিসের সম্মুখে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম এই ফেস্টুনটি ছিড়ে ফেলেন।
মামলার আসামীরা হলে, হাফিজুর রহমান হাফিজ, শাহিন তালুকদার, রুবেল আহমেদ চৌধুরী, এমদাদুল হক ইমরান, গোলাম মাহবুব, শাহ রাজিব আহম্মেদ রিংগন, জালাল আহমেদ, জহিরুল হক শরীফ, জাহিরুল ইসলাম সেলিম, জুয়েল, ফয়সাল, রায়হান বেলাল, এমদাদুল হক ইমরান, আব্দুল আহাদ তুষার, নাজমুল হক অনি, মুর্শেদ আলম সাজন, অলিউর রহমান অলি, আমিনুর ইসলাম ফয়সাল, সরাজ মিয়া, জি.কে ঝলক, এম এ মতিন, রুবেল মিয়া, মহিনুর ইসলাম পাপ্পু, আব্দুর রহমান রাসেল, সৈয়দ আশরাফ আহম্মেদ, জাহিদুল ইসলাম সাগর, রুবেল আহমেদ চৌধুরী, সাইফুর রহমান, কাউছার মিয়া, বিশাল মাহমুদ বিল্লাল, রিয়াজ সারফিন, গোলাম আজম চৌধুরী ওয়াকি, নকিব ফজলে রকিব মাখ, ইয়াজ উদ্দিন রাসেল, জহির লক্ষর, শরীফ আহমেদ ঠাকুর, সালাউদ্দিন ফারুক, শেখ সুহেল আহমদ, মোশারফ আল মামুন, এমরান হোসেন, ফখরুল ইসলাম, শেখ শিপন, অলিউর রহমান, আবুল কালাম মিন্টু, জহিরুল ইসলাম সোহেল, মোশাহিদুল আলম মুরাদ, অনিবার্ন নাগ অনি, হুমায়ুন মিয়া, নুরুল আমীন, মিলন মিয়া, মোঃ সামছুল ইসলাম, পারভেজ মিয়া, ডা. শফিকুল ইসলাম, শাহ আলম গোলাপ, রফিক মিয়া, রাসেল, শাহাব উদ্দিন, মিজান মিয়া, মারুফ আহম্মেদ, জামিল চৌধুরী, হোসাইন মোঃ রফিক, মোজাম্মেল মিয়া, রিয়াজ আহমেদ, জনি পাঠান।