বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মোঃ মহিবুর রহমানঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরজু মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলুয়া নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরজু মিয়া একই গ্রামের বাসিন্দা।
বাহুবল মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান জানান, গতকাল রাতে বাহুবল উপজেলাসহ হবিগঞ্জের বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এতে বাহুবলের ঐ এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে মাটিতে পড়ে। বৃহস্পতিবারবেলা সাড়ে ১১টার দিকে আরজু মিয়া বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে পড়ে থাকা ঐ তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.