শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০ আসামিকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের বা‌নিয়াচংয়ে ধর্ষণ চেষ্টা মামলাসহ ১০ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মধ্যরাত রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, বিকেলে গ্রেফতারকৃত ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোনা থাকার পরও তারা এতদিন আত্মগোপনে ছিলেন। এদের মধ্যে ধর্ষণ চেষ্টা, মারামারিসহ একাধিক মামলার আসামি রয়েছেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

গ্রেফতাররা হলেন- ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোছাব্বির মিয়া, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের শেখ মো. ছালমান মিয়া, শেখ মো. আবু লায়েছ, শেখ মো. আবু নাছের, খাগাউড়া গ্রামের রমজান মিয়া, হোসেনপুর গ্রামের এবাদুর রহমান, নয়াপাথারিয়া গ্রামের খেলু মিয়া, রমজান আলী, বাসিয়াপাড়া মহল্লার হাফিজুর রহমান ও হিয়ালা গ্রামের সেফু মিয়া।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs