মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০২:৫০ অপরাহ্ন

হবিগঞ্জে রেলপথের মালামাল চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে রেলপথের মালামাল চুরির অভিযোগে মো. রায়হান মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লস্করপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মীর সাব্বির আলী জানান, সকালে স্থানীয় জনপ্রতিনিধিসহ জনতার সহযোগীতায় মো. রায়হান মিয়াকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় রেলপথের চোরাই মালামাল। বিষয়টি জানতে পেরে জংশনের ঊর্ধ্বত্বন উপ-প্রকৌশলী (পথ) কর্মকর্তা সাঈফুল্লাহ রিয়াদ আমাদেরকে (রেলওয়ে পুলিশ) অবগত করেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চোরাই মালামালসহ রায়হান মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর সন্দেহজনকভাবে আটক করা হয় আরেক যুবককে।

তিনি জানান, পুলিশের কাছে তথ্য রয়েছে চুরির ঘটনার সাথে একাধিক ব্যক্তি জড়িত আছে। তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বত্বন উপ-প্রকৌশলী (পথ) কর্মকর্তা সাঈফুল্লাহ রিয়াদ বাদী হয়ে অভিযোগ করেছেন।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.