আব্দুল হালীম ঃ হবিগঞ্জে র্যালীর ও আলোচনা সভার মাধ্যমে নতুন রোটারী বর্ষের যাত্রা শুরু হয়েছে। এ লক্ষে আজ শুক্রবার শহরের টাউন হলের সামন থেকে র্যালী শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমির চান কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সভায় এরিয়া ডাইরেক্টর সফিকুল বারী আউয়াল সভায় সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য রাখেন ক্লাবের নতুন সভাপতি সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল. সহকারী গভর্নর মোদারিছ আলী টেনু,রোটারিয়ান বাদল রায় । তারা আগামীকাল থেকে দুঃস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া আর্ত-মানবতার সেবায় তারা হুইল চেয়ার বিতরণ, বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ঠোটকাটা অপারেশন এর উদ্যোগ নিয়েছে।