মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

খবরের শিরোনাম:

হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের র‌্যাবের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আক্কাছুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের নিম্বর আলীর পুত্র।

শনিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আক্কাছুর রহমানের বিরুদ্ধে আদালত থেকে ১ বছরের সাজা পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে সদর উপজেলার লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গেপ্তারের পর তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs