মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন

খবরের শিরোনাম:

হবিগঞ্জে সিএনজি চালকদের ভাড়া নিয়ে অরাজকতা

 মোঃ মোতাববীর হোসেন শায়েস্তাগঞ্জ সংবাদদাতাঃ- .  হবিগঞ্জে সিএনজি চালকরা ভাড়া নিয়ে অরাজকতা শুরু করেছে। গ্যাসের দাম না বাড়লেও তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে চালক ও যাত্রীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটছে। যে কোনো সময় ভয়াবহ সংঘর্ষের আশংকা করা হচ্ছে। তবে সিএনজি সমিতি থেকে জানা গেছে, ভাড়া বাড়ানো হয়নি। তবে চালকরা গ্যাস নিতে লাইন ধরেন বলে ভাড়া একটু বেশি নিচ্ছেন। হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আগে ছিলো ২৫ টাকা, এখন ৩০ টাকা, নতুন ব্রীজ আগে ছিলো ৩০ টাকা এখন ৪০ টাকা। এমন করে জেলার সকল রুটে সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। ফলে যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অনেকেই বলছে, সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে ঠিকই, কিন্তু গ্যাসের দামতো বৃদ্ধি করেনি। তবে কেন সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রীদের দাবি অচিরেই ব্যবস্থা না নিলে যে কোনো সময় সংঘর্ষসহ ভয়াবহ দূর্ঘটনা ঘটতে পারে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© shaistaganjerbani.com | All rights reserved.
Developed by DesigUs